Friday, December 18, 2015

Reviews of Phil Pustejovsky

Thursday, December 17, 2015

Victory day of Bangladesh 2015 in Mymensingh

Friday, August 21, 2015

How to Talk to a Beautiful Woman

How to Talk to a Beautiful Woman

Tuesday, August 18, 2015

ছন্দে ছন্দে Preposition শিখুন

 By Khalilur Rahman Ripon
নগর, শহর, দেশ
এদের আগে in বসিয়ে করবে বেশ।
.
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী
এদের আগে in বসানো হয় আজ অব্দি।


.
প্রভাত, দুপুর, গোধূলি, রাত
এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।
.
সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে, করবে তবে
Wrong
.
Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
.
Person-এ by, পাশে বুঝাতেও by, (যানবাহনের
আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে
ছারখার।
.
ছোট হলে at, বড় হলে in, কখন হয়?
এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
.
বাহির থেকে ভিতরে into ব্যবহার করো,
ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off।
.
লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে হয়
above,
Since, for বুঝ না, কেন নাও ভাব?
.
On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়, দিক বুঝাতে to.
.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through
(বাধা থাকলে)।
এ পাশ থেকে ওপাশে যেতে হয় across, (বাধা
না থাকলে)।
.
Preposition শিখলে নেই কোনো
Loss।
এর বুঝাতে of হয় Boss.
.
শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under,
Preposition আসলেই খুব মজার।
.
মাত্রা (স্তর) বুঝাতে হয় below,
Preposition শিখাতে পেরে, আমি
আছি খুব ভালো।

Earn Money With Infolinks

গুগল অ্যাডসেন্স - এ আবেদন করতে করতে আজ ক্লান্ত হয়ে পড়েছেন? তার পরও ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করতে চান তাহলে নিজের এনার্জি কে রিচার্জ করে এদিকে আসুন। এবার আপনাদের সামনে তুলে ধরছি একটি জনপ্রিয় টেক্সট লিংক অ্যাডভার্টাইজিং সম্পর্কে। প্রশ্ন করতে পারেন ইন টেক্সট অ্যাডভার্টাইজিং  আবার কি? ইহা খায় নাকি পড়ে? তাহলে তো বিস্তারিত বলতেই হয়। তাহলে জেনে নিন

ইন টেক্সট অ্যাডভার্টাইজিং কি এবং কিভাবে কাজ করে?

ইন টেক্সট অ্যাডভার্টাইজিং হলো একটি অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম যা ব্লগ বা ওয়েব সাইটের টেক্সট বা কনটেন্ট এর উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। একটি উদাহরনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। ধরা যাক আপনার ব্লগ বা ওয়েব সাইটে Computer নামে টেক্সট আছে।
এ অবস্থায় আপনি যদি কোন ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে এই টেক্সটি লিংক হিসেবে দেখাবে। যা আপনার সাইটে থাকা লিংকের চাইতে হবে ভিন্ন। এখন আপনার সাইটের ভিজিটর যদি লিংকটির উপর কার্সর নিয়ে যান তাহলে একটি বিজ্ঞাপন সামনে দৃশ্যমান হবে। এভাবে ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম  কাজ করে থাকে।

ইনফোলিংকস্‌ কি?

ইনফোলিংকস্‌ হচ্ছে একটি জনপ্রিয় ইন টেক্সট  অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। এটি ২০০৭ সালে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রথম দিকে জনপ্রিয়তা না থাকলেও এটি বর্তমানে বেশ জনপ্রিয়। সর্বোচ্চ রেভনিউ শেয়ার করার প্রতশ্রুতি নিয়ে ইনফোলিংকস্‌ বিশ্বের সকল প্রান্তের পার্টনারদের নিয়ে কাজ করে যাচ্ছে। ইনফোলিংকস্‌ এর অফিশিয়াল ওয়েবসাইট
http://www.infolinks.com/join-us?aid=1945356
 
 ইনফোলিংকস্‌ থেকে আয়ের জন্য কি কি প্রয়োজন?
ইনফোলিংকস্‌ থেকে আয়ের জন্য প্রথমত প্রয়োজন হবে একটি নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট। আর দ্বিতীয়ত প্রয়োজন হবে ব্লগ বা ওয়েবসাইটটিতে প্রচুর পরিমানে কোয়ালিটি কনটেন্ট। আপনার সাইটে যদি প্রচুর পরিমানে টেক্সট না থাকে তাহলে ইনফোলিংকস্‌ আপনার আবেদন গ্রহন নাও করতে পারে। তাই আবেদনের পূর্বে সাইটে প্রচুর পরিমানে টেক্সট সমৃদ্ধ করার চেষ্টা করুন। ইফোলিংকস্‌ কোয়ালিটি দেখেনা দেখে কোয়ানটিটি।

ইনফোলিংকস এর পেমেন্ট পদ্ধতি কি?

অন্যান্য অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠানের মতো ইনফোলিংকস্‌ প্রচলিত অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে। এগুলো হলো - PayPal, Payoneer Prepaid Debit MasterCard®, Bank Wire, ACH, Western Union । তবে আমাদের দেশের জন্য শুধু মাত্র Payoneer এবং চেক। চেক পেমেন্ট এর ক্ষেত্রে মিনিমাম ১০০ ইউএস ডলার হতে হবে। আর  Payoneer Prepaid Debit MasterCard® এর ক্ষেত্রে ৫০ ইউএস ডলার হতে হবে। বাকী গুলো অর্থাৎ PayPal, Bank Wire, ACH বাংলাদেশ সাপোর্ট করে না। ৪৫ দিনের মধ্যে ইনফোলিংকস্‌ থেকে পেমেন্ট দিয়ে থাকে।

ইনফোলিংকস্‌ - এ রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া ঃ

ইনফোলিংকস্‌ - এর সার্ভিস ব্যবহারের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করুন Infolinks । উক্ত লিংকে গেলে আপনার ব্রাউজারে ইনফোলিংকস্‌ এর হোমপেজ আসবে। হোমপেজ থেকে Join US বাটনে ক্লিক করুন। Join US  বাটনে ক্লিক করা হলে নিচের ছবির মতো একটি রেজিসেট্রশন পেজ আসবে।
 
http://www.infolinks.com/join-us?aid=1945356

এখানে আপনার কাছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। তথ্য গুলো হলো ওয়েব সাইট ইউআরএল, ওয়েবসাইট ল্যাংগুয়েজ, আপনার নামের প্রথম অংশ, আপনার নামের শেষ অংশ, আপনার ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি। তথ্য গুলো যথা স্থানে দিন। নিচের দিকে থাকা ইউজার এগ্রিমেন্টে একসেপ্ট করার জন্য চেকমার্ক বক্সটিতে টিক দিন এবং ক্যাপচা পূরন করুন। সবশেষে Join বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাপলিকেশনটি সাবমিট করুন।
পরবর্তি পেজে আপনাকে নিচের মতো একটি কোড দেওয়া হবে -
<script type="text/javascript">
var infolink_pid = 000000;
var infolink_wsid = 0;
</script>
<script type="text/javascript" src="http://resources.infolinks.com/js/infolinks_main.js"></script>
এই কোডটি আপনার সাইটে বসাতে হবে। পেজের ডান পাশে বিভিন্ন প্লাটফর্মের আইকন দেখতে পাবেন। এগুলোর মধ্য থেকে আপনার ওয়েসবাইটের প্লাটফর্ম অনুযায়ী কোড সাইটে বসাতে পারবেন। এবার নিচের দিকে থাকা Doneবাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রথম ধাপে রেজিস্ট্রেশন করার অর্থ হলো অ্যাপলিকেশন সাবমিট করা। ইনফোলিংকস্‌ আপনার অ্যাপলিকেশনটি রিভিউ করবে তারপর অ্যাপু্রভ হলো ইমেইলে জানাবে। তারপর আপনি  ইনফোলিংকস্‌ এর Main এরিয়া অ্যাক্সেস করতে এবং কাস্টমাইজ করতে পারবেন। তাহলে ইনফোলিংকস্‌ এর উত্তরের অপেক্ষায় থাকুন। ৪৮ ঘন্টার মধ্যে রিপ্লে পাবেন ইনশাল্লাহ্‌।
আগামীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে ইনফোলিংকস্‌ এর Main এরিয়া এবং বিভিন্ন কাস্টমাইজেশন প্রক্রিয়া সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।

Wednesday, August 5, 2015

The Clever Fox & A Foolish Crow

There once lived a crow. One day he was very hungry. He had not been able to get any food the previous day. “If I do not get anything to eat I will starve to death,” he thought.

As the crow was searching for food, his eyes fell on a piece of bread. He quickly swooped down, picked it up and flew off. Far away in a lonely place he sat on a tree to enjoy the bread.



Just then a hungry fox saw the crow sitting on the tree holding the bread in his mouth. “Yummy! That bread looks delicious. What I would give to get that piece of bread,” the fox thought.

The fox decided to use all his cunning means to get the piece of bread from the mouth of the crow. He sat under the tree. The crow saw him and thought, “I guess this fox wants to eat my bread. I shall hold it carefully.” And he held on to the bread even more tightly.


The clever fox spoke to the crow politely. He said, “Hello friend! How are you?” But the crow did not say anything.

“Crows are such lovely birds. And you are very charming too,” said the fox, flattering the crow.

Then the fox said,” I have heard that besides being beautiful you also have a sweet voice. Please sing a song for me.”


By now the crow started to believe what the fox was saying. “The fox knows true beauty. I must be the most beautiful bird in this whole world. I will sing him a song,” thought the crow.

As soon as the foolish crow opened his mouth to sing the bread fell from its beak and into the ground. The Clever fox, which had just been waiting for this very moment, caught the bread in his mouth and gulped it down his throat.

The crow had paid a heavy price for his foolishness.

Tuesday, August 4, 2015

A Journey By Air

How many people have the good fortune to travel by plane? I was one of the fortunate few. My first flight in the air was the most exciting experience in my life.
I was travelling from Delhi to London by air. I entered the aeroplane in the morning. It was like getting into a car or bus but the noise of the machine made us feel that it was different. Soon the plane took off and rose in the air higher and higher. The buzzing sound which had fascinated me continued. When I looked down, things looked tiny.
The plane rushed fast through the air without
a bump or a jolt, when all of a sudden bad weather overtook us. The plane began to swing from side to side and the pilot was a little troubled in controlling it, but I felt happy like a bird swinging in the air. Due to weather, some of the passengers felt sick. Some slept in their seats but I sat still. I took great pleasure in looking at the scenery of the different places as we passed over.
After flying for a few hours, we were told that we were passing over a big desert which looked like a meadow from the air. It was a lovely sight. The sun was just setting. The ships below looked like toys floating in a tub of water. The blue sea was simply enchanting.
We stopped at Cairo for the night. The coming down of the plane was quite pleasant. The plane had made some peculiar movements while landing. I was told that it was due to some engine trouble.
During dinner I was introduced to the members of the plane crew. There was the chief pilot who commanded the plane. Then there was a co-pilot, a radio officer .and three officers belonging to the plane. One of them was an engineer, another radio expert and the third radioman. There were also pursers and air hostesses to look after the passengers.
We retired for rest very soon as the plane
was to take off very early in the morning. But I could not sleep. If ever I closed my eyes, I was awakened by a constant buzzing sound in my brain and I began to think again of the lands I had passed over.
My father woke me up. Soon we took off again. It seemed to be a big dash through the air. I was very anxious to get a glimpse of Paris But when we were approaching France, strong winds overtook us. Fog blinded our view. I was badly dis­appointed. Our plane finally touched down at Heathrow Airport, from where we drove off to a hotel in the heart of London.
The total flight had taken us nearly twelve hours, excluding the night's halt at Cairo. From Delhi to Karachi it was about two hours' flight. Karachi to Cairo took us about five hours, from Cairo to Paris about four hours and from Paris to London about an hour. It was a very interesting and exciting journey indeed.

Monday, August 3, 2015

Mother's Day

Mother's Day is a celebration honoring mothers and motherhood, maternal bonds and the influence of mothers in society. It is celebrated on various days in many parts of the world, most commonly in March or May. The celebration of Mother's Day began in the United States in the early 20th century.
In most countries, Mother's Day is a new concept, copied from western civilization. Bangladeshi's are celebrating mother's day from last few years. In Bangladesh, Mother's Day is celebrated on the second Sunday of the month of May. People wish his/her mother on that day. They also give his/her mother sharees, cakes, flowers, greetings cards, mobile phones, sweets, ice-creams and gift mugs etc. as "Mother's Day" gifts. They try to remain very close to their mothers. In observance of the day discussion programs are organized by government and non-governmental organizations. Reception programs, cultural programs are organized to mark the day in the Capital city. Television channels air special programs and newspapers publish special features and column to mark the day. Greeting cards, flowers and gifts featuring mother's specialty to the children are on high demand at the shops and markets.

Saturday, August 1, 2015

17th BCS Preliminary Question With Answer

1.  ল্যাপটপ হলো এক ধরনের- 
      পর্বাতারোহন সামগ্রী
      ছোট কুকুর 
      বাদ্য যন্ত্র
      ছোট কম্পিউটার
2.  বাংলাদেশের পাহারশ্রেনীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে? 
      প্লাইসটোনিস যুগের
      টারশিয়ারী যুগের
      মায়োসিন যুগের
      ডেবোনিয়ান যুগের
3.  বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম- 
      তেতু্লিয়া
      পঞ্চগড়
      বাংলাবান্ধা
      নকশালবাড়ী
4.  সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে- 
      একটি খেলার মাঠ
      একটি প্লাবন ভূমির নাম
      বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম
      ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
5.  ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছেন তার নাম- 
      রাজা ত্রিদিব রায়
      রাজা ত্রিভুবন চাকমা
      জুম্মা খান
      জান বখস খাঁ
6.   
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
7.  দুটি লম্বালম্বি শক্তির পরিমান ৫N ও ৮N, তাদের লব্ধি বলের পরিমান কত? 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
8.  The best passive from of the sentence :'We don't like idle people'- 
      We are not liked by idle people
      Idle people are not like us
      Idle people are not liked by us
      Idle people are not of our liking
9.  The correct sentence of the followings- 
      The Nile is longest river in Africa
      The Nile is longest river in the Africa
      Nile is longest river in Africa
      The Nile is the longest river in Africa
10.  একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের তিনগুন।টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুন বড় হবে? 
      ৩ গুন
      ৪ গুন
      ৫ গুন
      ৮ গুন


11.  নয়া আন্তজার্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারন পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? 
      দ্বিতীয়
      তৃতীয়
      পঞ্চম
      ষষ্ঠ
12.  মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- 
      তাজিকিস্তান
      কাজাকিস্তান
      উজবেকিস্তান
      কিরগিজস্তান
13.  জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 
      হারারে ১৯৮৯
      বেলগ্রেড ১৯৬১
      হাভানা ১৯৭৩
      কায়রো ১৯৭০
14.  ১৭৩২ সালে বিশ্বের প্রচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম ও রেস্তোরার নাম- 
      ইটালীর মিলান শহর- মালদিনীয়ানি
      জার্মানীর হামবুর্গ শহর- ক্যাসানোভা
      স্পেনের মাদ্রিজ শহর- কাসা বোতিল
      ফ্রান্সের টুলোন শহর লাফ্রাঁন্সে
15.  আকোয়া রেজিয়া’ বলতে বুঝায়- 
      কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
      কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
      কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রন
      কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন 

16.  বায়ুমন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- 
      ১ মিটার 
      ১০ মিটার
      ১৫ মিটার
      ১৯ মিটার
17.  বাংলাভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিস্কারক- 
      ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
      ডক্টর সুনিতিকুমার চট্টোপাধ্যয়
      হরপ্রসাদ শাস্ত্রী
      ডক্টর সুকুমার সেন
18.  হিন্দী পদুমাবৎ’-এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা- 
      দৌলত উজির বাহরাম খান
      সৈয়দ সুলতান
      আব্দুল করিম সাহিত্য বিশারদ
      আলাওল
19.  তত্ত্বাবোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়? 
      ১৮৪১ সালে
      ১৮৪২ সালে
      ১৮৫০ সালে
      ১৮৪৩ সালে
20.  উপসর্গে সংঙ্গে প্রত্যয়ের পার্থক্য 
      অব্যয় ও শব্দাংশ
      নতুন শব্দ গঠনে
      উপসর্গ থাকে সামনে ও প্রত্যয় থাকে পিছনে
      ভিন্ন অর্থ প্রকাশে


21.  যে ছন্দের মুল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- 
      স্বরবৃত্ত
      পিয়ার 
      মাত্রাবৃত্ত
      অক্ষরবৃত্ত
22.  The antonym for Inimical' - 
      Friendly
      Hostile
      Indifferent
      Angry
23.  টুথপেস্টের প্রধান উপাদান- 
      জেলী ও মসলা
      ভোজ্য তেল ও সোডা
      সাবান ও পাউডার
      ফ্লোরাইড ও ক্লোরাইড
24.  পানির যে ছোট ফোটা পানির যে গুনের জন্য গোলাকৃতির হয়- 
      সান্দতা
      স্তিতিস্থাপকতা
      প্লাবতা
      পৃষ্ঠটান
25.  মুক্তা হল ঝিনুকের- 
      খোলসের টুকরা
      চোখের মনি
      প্রদাহের ফল
      জমাট হরমন
26.  ১৯৯৪ সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতি বার হলে, ১৯৯৫ সালের ঐ হবে- 
      বৃহস্পতিবার
      শুক্রবার 
      শনিবার
      রবিবার
27.  একটি ত্রিভূজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ।ত্রিভূজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? 
      ১০ গজ
      ১২ গজ
      ১৪ গজ
      ৭ গজ
28.  x-[x-(x+1)}] এর মান কত? 
      X+1
      1
      -1
      x-1
29.  ঢাকা ও চট্টোগ্রাম এই দুই রেলস্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশনের থেকে অন্য স্টেশনে যাত্রা করে।সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তাব্যস্থলে পৌছাতে প্রতেক ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে।এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? 
      ৮
      ১০
      ১১
      ১২
30.  AB ও CD সরলরেখাদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গানিতিক বাক্যটি সঠিক হবে? 
      < AOD = < BOC
      < AOD = < BOD
      < BOC = < AOC
      < AOD = < OBC

31.  লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭………,৩ ,১ 
      ৬
      ৯
      ১২
      ১৫
32.  দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২,৬০ এবং ২৪৪৮।সংখ্যা দুটি কত? 
      ১০৮ ও ১৪৪
      ১১২ ও ১৪৮
      ১৪৪ ও ১০৮
      ১৪৪ ও ২০৪
33.  বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের- 
      ৩১ জানুয়ারী
      ৩০ মার্চ
      ৩০ এপ্রিল
      ৩১ মে
34.  মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র- 
      যুক্তরাজ্য
      ফ্রান্স
      জাপান
      জার্মান
35.  নিম্নের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়- 
      নামিবিয়া
      সুইজারল্যান্ড
      কিউবা
      পানামা
36.  আধুনিক অলিম্পিকের প্রবতক বা জনক – 
      বেডেন পাওয়েল
      ব্যরন পিয়ারে দ্যা কুবার্তা
      প্যারেজ দ্যা কুইলার
      জুয়ান এন্টোনিও সামারাঞ্চ
37.  স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? 
      ব্রিটেন
      ফ্রান্স
      অষ্ট্রেলিয়া
      নিউজিল্যান্ড
38.  আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়- 
      মুকুন্দরাম চক্রবর্তী
      ভারতচন্দ্র রায়
      মদনমোহন তর্কালঙ্কার
      কামিনী রায়
39.   
      F(1)=1
      F(0)=1
      F(-1)=3
      F(1)=3
40.  x+y=0 এবং 2x-y+3=0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 
      (-1/3; 1/3)
      (1;-1)
      (1/3; 1/3)
      (-1;1)


      
41.  একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম।তাতে সোনার পরিমান : তামার পরিমান =৩:১ ।তাতে কি পরিমান তামা মিশালে অনুপাত ৪:১ হবে? 
      ৬ গ্রাম
      ৫ গ্রাম
      ৪ গ্রাম
      ৮ গ্রাম
42.   
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
43.  আরব দেশসমূহ পশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে- 
      ১৯৭০ সালে
      ১৯৭৩ সালে
      ১৯৭৮ সালে
      ১৯৭৫ সালে
44.  পোলিও টিকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম- 
      La Martini
      La Zola
      San Antonio
      San Hose
45.  বাংলাদোশের গবাদীপশুতে প্রথম ভ্রুন ব্যবহার করা হয়- 
      ৫ মে ১৯৯৪
      ৬ এপ্রিল ১৯৯৪
      ৫ মে ১৯৯৫
      ৭ মে ১৯৯৭ 

46.  বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বুঝায়- 
      সুইডেন- নরওয়ে- ফিনল্যান্ড
      চেক প্রজাতন্ত্র- পোল্যান্ড- জার্মানী
      বেলজিয়াম- নেদার্ল্যা ন্ড- লুক্সেমবুর্গ
      ইংল্যান্ড- আইরিশ প্রতাতন্ত্র- ফিনল্যান্ড
47.  বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- 
      গোয়ালন্দ
      বাহাদুর বাদ
      ভৌরব বাজার
      নারায়নগঞ্জ
48.  ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়- 
      সদরঘাটে
      চাঁদনীঘাটে
      পোস্তাগোলায়
      শ্যাম বাজারে
49.  ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত- 
      চকবাজার 
      সদরঘাট
      লালবাগ
      ইসলামপুর
50.  পর্তুগীজ শব্দ থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলাভাষায় আত্তীকরণ করা হয়েছে- 
      টেবিল
      চেয়ার
      বালতি
      শরবত


51.  করনার স্টোন অব পিচ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে- 
      ম্যাকাও
      হাইতি
      ওকিনাওয়া
      ভিয়েতনাম
52.  বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম- 
      রাজ কাঁকরা
      গন্ডার
      পিপীলিকাভুক্ত ম্যানিস
      স্নো লোরিস
53.  Browning was the composer of any of the following poems- 
      Two voices
      The scholar Gipsy
      Andtea del Sarto
      Oenone
54.  The right word to fit in the gaps of the flowing sentence- Give her a telephone number to ring …..she gets lost’. 
      Whether
      Incase
      Unless
      Perhaps
55.  The synonym of ‘Franchise’- 
      Privilege 
      Utility
      French
      Frankness
56.  The opposite word of ‘sluggish’--- 
      Animated
      Dull
      Heavy
      Slow
57.  The correct spelling is- 
      Humourous
      Humourious
      Humorous
      Humorious
58.  Equivocation’ means- 
      A true statement
      Equal opportunity to get a job
      Free expression of opinions
      Two contrary things in the same statement
59.  Natural protein-এর কোড নাম- 
      Protein-p 53
      Protein-p 51
      Protein-p 54
      Protein-p 49
60.  উত্তর আটল্যান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল- 
      ৪ এপ্রিল ১৯৪৯
      ৩ জানুয়ারী ১৯৫৪
      ২৬ মে ১৯৫৫
      ১ ফ্রেব্রুয়ারী ১৯৫৬
61.  ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ- 
      ইন্দ্রোনেশিয়া 
      মালয়শিয়া
      থাইল্যান্ড
      ফিলিপাইন
62.  persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যাক্তির ক্ষেত্রে প্রযোজ্য- 
      রাজনীতি বিদ
      ক্রীয়াবিদ
      ব্যবসায়ী
      কূটনীতিবিদ
63.  যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারন পরিষদে Uniting for peace resolution” গৃহীত হয়েছিল- 
      সুয়েজ যুদ্ধ
      কোরীয় যুদ্ধ
      পাক ভারত যুদ্ধ ১৯৬৫
      ফকল্যান্ড যুদ্ধ
64.  কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা- 
      ৪৮
      ৫০
      ৫২
      ৫৬
65.  লাঠালাঠি শব্দটির সমাস – 
      দ্বন্ধ
      বহুব্রীহি
      কর্মধারয়
      তৎপুরুষ
66.  বাংলাভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- 
      সংস্কৃত
      পালি
      প্রাকৃত
      অপভ্রাংশ
67.  শব্দার্থ অনুশারে বাংলাভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়- 
      দুই ভাগে
      তিন ভাগে
      চার ভাগে
      পাচ ভাগে
68.  মানব জীবন, মহৎজীবন, উন্নতজীবন, প্রভৃতি গ্রন্থের রচয়িতা- 
      এস ওয়াজেদ আলী
      ইয়াকুব আলী চৌধুরী
      মোঃ লুৎফর রহমান
      মোঃ ওয়াজেদ আলী
69.  দক্ষিন এশিয় সহযোগীতা সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- 
      মালেতে 
      দিল্লিতে 
      কাঠমুন্ডতে 
      কলম্বোতে
70.  When a person say he’s ‘all in’ it means 
      He is very tired
      He has arrived
      He has finished packing
      He has got everything


71.  Bill of fair’is- 
      A chart of bus fair 
      A price list
      A valuable document
      A list of dishes at a restaurant
72.  A ‘bull market’menas, that share prices are- 
      Falling
      Rising
      Moving
      Statistic
73.  Blue chips’ are- 
      Securities issues by the government
      Industrial shares consideted to be a save investment
      Industrial shares considered to be a risky investment
      Flat plastic countets used as money token
74.  Razzmatazz’ means- 
      A musical instrument
      A well-planned programme
      A noisy activity
      A musical drama
75.  সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম- 
      তালিম হোসেন
      গোলাম মোস্তফা
      আবুল হোসেন
      ফররুখ আহম্মেদ 
76.  ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি? 
      ষড়+ঋতু
      ষড়ু+ঋতু
      ষট+ঋতু
      ষট্+ঋতু
77.  বীরবল নিম্নোক্ত একটি লেখকের নাম- 
      প্রমথ চৌধুরী
      সুধিন্দ্রনাথ রায়
      নবীনচন্দ্রো সেন
      ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যয়
78.  লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে – 
      আরবী ভাষা থেকে 
      ফরাসি ভাষা থেকে
      উর্দু ভাষা থেকে
      হিন্দী ভাষা থেকে
79.  রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমন করার পর বাধ্য হয়ে রাশিয়ার চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে আসতে রাজি হয়েছে তার নাম- 
      Budennovsk
      Keldavisk
      Dasanovs
      Gariev
80.  বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম- 
      ভারত 
      রাশিয়া
      ভুটান
      নেপাল


81.  কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষনীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত- 
      নোয়াখালির ছাগলনাইয়া
      চট্টোগ্রামের বাশখালি
      খুলনার মংলা
      পটুয়াখালির কুয়াকাটা
82.  বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম- 
      সাওতাল
      মাওরি
      মুরাং
      গারো
83.  লালবাগ দুর্গের অভ্যান্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম- 
      পরিবিবি
      ইরান্‌ দুখ্‌ত
      জাহানারা
      মরিয়ম
84.  ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন- 
      হুমায়ন আজাদ
      আহমদ রফিক
      ওয়াকিল আহমদ 
      আব্দুল মতিন খান
85.  কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’-এই পংক্তিটি নিচের একজনের লেখা- 
      লালন শাহ
      সিরাজ সাই 
      মদন বাউল
      পাগলা কানাই
86.  অক্ষির সমীপে এর সংক্ষেপন হল- 
      সমক্ষ
      পরোক্ষ
      প্রত্যক্ষ
      নিরপেক্ষ
87.  Blockbuster, means- 
      A large solid peace of stone
      A device to cut off a person’s head as a punishment
      Something that makes movement difficult
      A powerful explosive to demolish building 
88.  Any one of the flowing pairs are literary collaborators- 
      Eliot and pound
      Yeats and Eliot
      Pope and Dryden 
      Shelley and Keats
89.  Blockbuster, means- 
      A large solid peace of stone
      A device to cut off a persons head as a punishment
      Something that makes movement difficult
      A powerful explosive to demolish building 
90.  The correct sentence of the followings: 
      A new cabinet has been sworn in Dhaka
      A new cabinet has been sworn by in Dhaka
      A new cabinet has sworn in Dhaka
      A new cabinet has been sworn at Dhaka
91.  To read between the lines means- 
      To read carefully
      To read only some lines
      To read carefully to find out any hidden meanings
      To read quickly to save times
92.  The last word of the proverb, Handsome is that handsome- 
      Works
      Things
      Says
      Does
93.  মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়েও খাটি। কবিতার এ অংশবিশেষের রচয়িতা- 
      রবীন্দ্রোনাথ ঠাকুর
      সত্যেন্দ্রনাথ দত্ত
      মোহাম্মদ মনিরুজ্জামান
      নির্মলেন্দু গুপ্ত
94.  বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু।এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল-
      ইউরোপের হল্যান্ড থেকে 
      দক্ষিন আমেরিকার পেরু-চিলি থেকে
      আফ্রিকার মিসর থেকে
      এশিয়ার থাইল্যান্ড থেকে
95.  কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা- 
      মারিস্যা ভ্যালি
      খাগড়া ভ্যালি
      জাবরী ভ্যালি
      ভেঙ্গী ভ্যালি
96.  বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয়- 
      সিলেটের মালনীছড়ায়
      সিলেটের তামাবিলে
      পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
      সিলেটের জাফনায়
97.  ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত- 
      চকবাজার 
      সদরঘাট
      লালবাগ
      ইসলামপুর
98.  করনার স্টোন অব পিচ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে- 
      ম্যাকাও
      হাইতি
      ওকিনাওয়া
      ভিয়েতনাম
99.  বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম- 
      রাজ কাঁকরা
      গন্ডার
      পিপীলিকাভুক্ত ম্যানিস
      স্নো লোরিস
100.  স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলম্পিকের পার্কে স্থান পেয়েছিল।এর ভাস্কর এর নাম – 
      নভেরা আহমেদ
      হামিদুজ্জামান খান
      আবদুল্লাহ খালেদ
      সুলতানুল ইসলাম
101.  বাংলাদেশে প্রথম চায়ের চাষ শুরু হয় ? 
      সিলেটের মলনীছড়ায়
      সিলেটের তামাবিলে
      পার্বত চর্ট্রগ্রামের খাগড়াছড়িতে
      সিলেটের জাফনায়